ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ৩ সেন্ট মার্টিনবাসীর লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২৪, ০৮:৪৫ পিএম

ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ৩ সেন্ট মার্টিনবাসীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

সম্প্রতি কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় টেকনাফ উপকূলে ভেসে আসা নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয়- মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮), মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০) ও ছলিম উল্লার ছেলে নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্ট মার্টিনের বাসিন্দা।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ২ ও বিকেল চারটার দিকে আরও ১ জনের লাশ ভেসে আসার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে বুধবার একটি ট্রলার ডুবে যাওয়ার পর স্থানীয় কয়েকজন ট্রলার ও স্পিডবোট নিয়ে উদ্ধারকাজে যান। এ সময় ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এরপর থেকে এসব দুর্ঘটনায় ৩ জন নিঁখোজ ছিলেন।

ওসি জানান, ৩ জনের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ-সেন্টমার্টিন যাওয়ার পথে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামক ওই ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জন আরোহীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজ চলাকালে একটি স্পিডবোট পানিতে তলিয়ে যায়।

সেন্ট মার্টিনের বেশ কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধিদের অভিযোগ, ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ডকে জানালেও তারা উদ্ধার তৎপরতায় সাগরে নামেননি। এ ঘটনার জেরে কোস্টগার্ডের সঙ্গে দ্বীপবাসীর উত্তেজনাও দেখা দেয়।

Link copied!