বাংলাদেশের শ্রম আইনের আন্তর্জাতিক মানোন্নয়নের আহ্বান যুক্তরাষ্ট্রের

জাতীয় ডেস্ক

মার্চ ৫, ২০২৪, ০৫:৩০ পিএম

বাংলাদেশের শ্রম আইনের আন্তর্জাতিক মানোন্নয়নের আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

আবারও বাংলাদেশের শ্রম আইনের আন্তর্জাতিক মানোন্নয়নের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালের বাণিজ্য নীতি অ্যাজেন্ডায় এ আহ্বান জানানো হয়। বলা হয়, সম্পর্ক গভীরতর করতেই বাংলাদেশের শ্রম আইনের মানোন্নয়ন করা উচিত।

২০২৩ সালের পুরোটা জুড়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রধান আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে তাগাদা দিয়েছে। বাইডেন প্রশাসনের শ্রমিককেন্দ্রিক বাণিজ্য নীতির গুরুত্ব বোঝাতেই এই তাগাদা দিয়েছে তারা।

গত ১ মার্চ প্রকাশিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাণিজ্য নীতি এজেন্ডা ও ২০২৩ সালের কংগ্রেসকে দেওয়া প্রতিবেদনে বিষয়টির উল্লেখ রয়েছে।

২০১৩ সালে বাংলাদেশের জিএসপি সুবিধা তুলে নেওয়ার পর শ্রমিকদের সুরক্ষা ও অধিকার উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে বাইডেনের বাণিজ্য নীতি এজেন্ডায় বলা হয়েছে। এতে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও যুক্তরাষ্ট্র বরাবর বাংলাদেশকে আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় করে শ্রম আইন প্রণয়নের তাগিদ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাষ্য, দেশের শ্রম আইন সংস্কার করে রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক অঞ্চলের কারখানাগুলোতে সংগঠন করা এবং যৌথ দর কষাকষির অধিকার দেওয়া হোক। সেই সঙ্গে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিবন্ধনপ্রক্রিয়া সহজীকরণও প্রয়োজন।

পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জোটগুলোও বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষায় সময় সময় সোচ্চার হয়েছে। গত বছর তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে মার্কিন ক্রেতাদের জোট সক্রিয় ভূমিকা পালন করে।

মজুরি বৃদ্ধির ব্যয়ভার কুলিয়ে উঠতে বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএও ক্রেতাদের প্রতি পোশাকের মূল্যবৃদ্ধির আহ্বান জানিয়েছিল।

Link copied!