অতীতের কমিশন গঠনের বৈধতা দিতেই এই আইন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৫, ২০২২, ১২:৫৬ এএম

অতীতের কমিশন গঠনের বৈধতা দিতেই এই আইন

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগে নির্বাচন কমিশন গঠনে সংসদে তোলা আইনকে ‘অতীতের কমিশন গঠনের বৈধতা দিতেই এই আইন’ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার সকালে নির্বাচন কমিশন গঠনে উত্থাপিত বিল নিয়ে সংসদ ভবনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আগের দিন বিল উত্থাপনের পর বিষয়টি নিয়ে সোমবার দুপুরের আগেই সংসদে বৈঠক করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বেলা ১২টায় এ বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী, ব্যারিস্টার রুমিন ফারহানা, শামীম হায়দায় পাটোয়ারীসহ কমিটির অন্য সদস্যরা।

পরে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, “অতীতে কমিশন গঠনের বৈধতা দিতেই এ আইনটি করা হচ্ছে।:

বিএনপির এই সংসদস্য আরও বলেন,“এখানে আসলে স্বাধীনতা থাকে না সার্চ কমিটির। সেই জায়গাটিতে আমি আলোকপাত করেছি, বলেছি যে বিধি ৭ ও ৯ এর ব্যাপারে আমার আপত্তি আছে। আজকে একটা কথা এসেছে আওয়ামী লীগ ইনডেমনিটি দেয় না, আওয়ামী লীগ ইনডেমনিটি দেয়।”

Link copied!