আগুনে আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, হুঁশিয়ারি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৮, ২০২৩, ০৪:৩৮ এএম

আগুনে আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, হুঁশিয়ারি ফখরুলের

বর্তমান সরকার ‘মার্কেটে আগুন’ নিয়ে খেলা শুরু করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ এই আগুন নিয়ে খেলা করে লাভ হবে না; আগুনে কিন্তু আপনারাই (সরকার) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।”

সোমবার বিকেলে রাজধানীর রাজারবাগে হোটেল হোয়াইট হাউজে গণতন্ত্র মঞ্চ আয়োজিত রাজনীতিবিদের সম্মানে এক ইফতারপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘‘তারা একদিকে বাজারে বাজারে আগুন দিচ্ছেন, অন্যদিকে সমস্ত ইচ্ছা-আশা-আকাংখাগুলোকে আগুনে ঝালিয়ে দিচ্ছেন।পুরো ব্যাপারটাই হচ্ছে তাদের (সরকার) এগুলো সব সাজানো, তৈরি করা এবং এই তৈরি করা নিয়ে সেজন্য বললাম আজকে তারা আগুন নিয়ে খেলা শুরু করেছে।” এসময় তিনি ‘এই আগুন নিয়ে খেলা করে লাভ হবে না; আগুনে কিন্তু আপনারাই (সরকার) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন’ বলে, হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের দায় সিটি করপোরেশনের মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘‘প্রধানমন্ত্রী নিউ সুপার মার্কেটে আগুন লাগার পরে তিনি বললেন যে, এটাতে বিএনপি এবং জামায়াত জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

এসময় তিনি আরও বলেন, “‘অথচ সুপার মার্কেটের ব্যবসায়ীরা পরিষ্কার করে বলছেন, প্রত্যেকটি পত্রিকাতে এসেছে যে, ঢাকা সিটি করপোরেশনের লোকেরা এসেছিল সকাল বেলা ভোর সাড়ে ৫টার সময়ে, তাদের পরনে ছিল সিটি করপোরেশনের পোশাক, তারা ড্রিল মেশিন নিয়ে এসেছিল এবং যে ফুট ব্রিজটা সেটা তারা যখন ড্রিল দিয়ে সিঁড়ি ভাঙছিল… তখন আগুন লেগে যায়। তারা চেষ্টা করেছিল আগুন নেভানোর জন্য যখন আগুন ছড়িয়ে পড়ে তখন তারা পালিয়ে গেছে।”

‘সরকার সরানোর একমাত্র পথ আন্দোলন’

বর্তমান সরকারকে একটি ‘দানবীয় সরকার’ অভিযোগ করে বিএনপি মহাসচিব এই সরকারকে সরিয়ে জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠায় গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।  এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১০ দফা কর্মসূচি ও ‘রাষ্ট্র সংস্কার’ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

 

গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জেএসডির আসম আবদুর রব,  নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাসদের নাজমুল হক প্রধান, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বক্তব্য রাখেন।

Link copied!