জাজিরা পাড়ে পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ০৪:৪৭ পিএম

জাজিরা পাড়ে পারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন

শরীয়তপুরের জাজিরায় সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় আছে চার শতাধিক গাড়ি। নদীতে তীব্র স্রোতের কারণে গত রবিবার রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল সোমবার রাতেও ফেরি চলেনি। ফলে ঘাটে গাড়ির চাপ বাড়তে থাকে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ঘাটে চার শতাধিক যানবাহন পারাপারের জন্য অপেক্ষা করছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এ কারণে গত ২৬ মে থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকে শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে গাড়ির চাপ বাড়তে থাকে।

শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ নৌপথের জাজিরা টার্নিংয়ে প্রবল স্রোতে দুটি চলন্ত ফেরির মুখোমুখি সংঘর্ষে এক গাড়িচালক নিহত হন। পরের দিন রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও পদ্মা পাড়ি দিতে ফেরিগুলোর বাড়তি সময় লাগছে।

 

Link copied!