আত্মসমর্পণ করতে আদালতে সম্রাট

আদালত প্রতিবেদক

মে ২৪, ২০২২, ০৫:১০ পিএম

আত্মসমর্পণ করতে আদালতে সম্রাট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করতে আদালতে এসেছেন তিনি এবং আত্মসমর্পণের পর জামিন আবেদন করবেন তিনি।

এদিকে এ মামলায় হাইকোর্টের জামিন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলও করেছেন যুবলীগের সাবেক এই নেতা। যার শুনানির জন্য আগামী ৩০ মে (সোমবার) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। গতকাল সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সম্রাটের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন। আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

প্রসঙ্গত যে, গত ১৮ মে অবৈধ সম্পদ অর্জনে দুদকের দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। এসময় সাত দিনের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। এর আগে, গত ১১ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় সম্রাটকে জামিন দেন।

Link copied!