টানা ৪৯ ম্যাচ অপরাজিত

আরেকটি মিরাকলের পর ফাইনালে লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক

মে ৯, ২০২৪, ০৯:১৮ পিএম

আরেকটি মিরাকলের পর ফাইনালে লেভারকুসেন

রোমাকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে বায়ার লেভারকুসেন। ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। রোমার লিয়েনন্দ্রো পারদেস জোড়া গোল করেন। শেষে লেভারকুসেন আরও ২টি গোল করে ম্যাচ ২-২ করে ফেলে। ২ লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে জাভি আলোনসোর লেভারকুসেন। 

ইউরোপে টানা ৪৯ ম্যাচ অপরাজিত লেভারকুসেন। ইউরোপের ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ড এটাই সর্বোচ্চ। তারা এবার জার্মান লিগও জিতেছে। 

আরও একটি শিরোপার পথে জার্মানির ক্লাবটি। 

Link copied!