গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১০মে) একযোগে সারাদেশের ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়, যা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪০ হাজার ১১৬ জন ভর্তিচ্ছু। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটে তিন হাজার ৬২৯টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়বে ১১ জন শিক্ষার্থী।
এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করেছি। এছাড়া আগের পরীক্ষাগুলোতে কোথাও কোনও অসঙ্গতি দেখা যায়নি। আশা করি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এবং ৩ মে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হলেও বাকি দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।