আফগানিস্তানে নিরাপদে আছেন ১৫ বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২১, ১২:৩৯ এএম

আফগানিস্তানে নিরাপদে আছেন ১৫ বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সেখানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নিরাপদে আছেন এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‘বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ: অ্যান এপিক অফ আ ন্যাশনস ইমার্জেন্স অ্যান্ড ইম্যান্সিপেইশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ওয়েবিনার আযোজন করে বিআইআইএসএস।

আটকেপড়া বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যিনি অ্যাম্বাসেডর ইন তাসখন্দ, উনি জানিয়েছেন ও ওরা সেইফে অছে। বাট ভয়ে এয়ারপোর্টে যাচ্ছেন না।সো উই ডোন্ট নো, সো আপনাদের যদি কোনো বুদ্ধি থাকে, আপনারা তো বেশি বুদ্ধিমান লোক, বলেন, কীভাবে আমরা ওদের রেসকিউ করতে পারি?’

আফগানিস্তানে কর্মরত বাংলাদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের বেশ কিছু লোক আটকা পড়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখেন, আমরা কয়েক সপ্তাহ আগে প্রাইভেটলি যারা ওখানে, ওই দেশে আছেন তাদের বলেছিলাম, আল্লাহর ওয়াস্তে আপনারা সেইফ জায়গায় চলে যান। অনেকেই এটা গ্রহণ করেছেন। কারণ আমাদের ধারণা ছিল যে, সমস্যা হতে পারে। যেহেতু আমাদের ওখানে অ্যাম্বাসি নাই, সুতরাং মোর ডিফিকাল্ট হবে।’

আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের চার্টার বিমান পাঠানোর পরিকল্পনা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘ডিটেইল আমি বলতে পারব না। আই ক্যান্ট সে, আই ডোন্ট নো। অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।’

আফগানিন্তানে আটকে পড়াদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা এখন ভয়ে এয়ারপোর্টে যেতে পারছেন না। তারা আটকে পড়েছেন। আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও আটকে পড়েছেন।

আফগান শিক্ষার্থীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগানের ১৬০ জন ছাত্রছাত্রী আমাদের দেশে পড়ে, তারা শুনেছি যে আফগান লোকজন। তারা এখন আসতে চাচ্ছে, তাদের দেশে প্রবলেম বলে আসতে চাচ্ছে। আসতে চাইলে আমরা নেব, কিন্তু দে হ্যাভ টু মেক দেয়ার ওয়ে আউট। আমাদের তো ওখানে এমন কিছু নেই যে আমরা ওদের নিয়ে আসতে পারি। আমি শুনেছি, ওরা বাঙালি না। ওরা সবাই আফগান। সো আই ডোন্ট নো।’

আগামী রবিবার (২৯ আগস্ট) জেনেভার উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর করবেন বলেও তিনি জানান।

Link copied!