'আমার ভাইরে আইনা দেন'

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২৩, ০৮:৫১ পিএম

'আমার ভাইরে আইনা দেন'

'আমার ভাইরে আইনা দেন' বিলাপে পুলিশের কাছে আকুতি জানাতে থাকেন বিস্ফোরণে নিখোঁজ মেহেদি হাসান স্বপনের ভাই তানভীর হাসান সোহাগ।বুধবার সকালে গুলিস্থানে বিস্ফোরণের ক্যাফে কুইন বিল্ডিংয়ের সামনের দৃশ্য এটি।বিস্ফোরনের ১৯ ঘন্টা পার হয়ে গেলেও এখন জীবিত বা মৃত হিসেবে খোঁজ পাওয়া যায়নি বাংলাদেশ সেনেটারির দোকানের ম্যানেজার স্বপনের।

গুলিস্তানে বিস্ফোরণ ঘটনায় এখনও ৮জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদেরই একজন স্বপন। পুলিশের কাছে সোহাগ বলতে থাকেন, ‘আমার ৬ বোন ও দুই ভাই।  আমি বড় আর স্বপন সবার ছোট। বড় আদরের ভাই আমার। আমার ভাইরে কাল থেকে পাইনা। আমারে ভাইরে আইনা দেন।’এরপর তিনি মূর্ছা যান।

নিখোঁজ স্বপনের ভাতিজা রাতুল দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন,“কাল (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় আমার সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা হয়। এরপর সাড়ে ৩ টায় চাচীর সাথে শেষ কথা হয়।তারপর টিভিতে দূর্ঘটনার খবর পেয়ে স্বপনের নম্বর কল করে তাকে আর পাওয়া যায়নি।”

রাতুল আরও বলেন, স্বপনের ১২ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। স্বপনের ছেলেন নাম গোলাম রাব্বানী, তাদের গ্রামের বাড়ী নোয়খালিতে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮জন।

Link copied!