ইংরেজি রায় বাংলা করবে ‘আমার ভাষা’ সফটওয়্যার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০৫:৪৭ পিএম

ইংরেজি রায় বাংলা করবে ‘আমার ভাষা’ সফটওয়্যার

ইংরেজিতে দেওয়া আদালতের রায়গুলো এখন থেকে বাংলায় অনুবাদ করবে ‘আমার ভাষা’ সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে রায়গুলো সহজেই বাংলায় অনুবাদ করা যাবে। ফলে বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে আদালতের রায়গুলো আরও সহজবোধ্য হবে। 

বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রীম কোর্টে ভারতের সহযোগিতায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ সংক্রান্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ‘আমার ভাষা’ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘আমার ভাষা’ সফটওয়্যারের উদ্বোধন করেন। 

আইনমন্ত্রী বলেন, এতদিনে বাংলাদেশের সকল আদালতের সকল কার্যক্রম বাংলা ভাষাতেই হওয়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু সেটা হয় নি। তবে এখন থেকে বাংলা ভাষায় রায় পাবেন দেশের মানুষ। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে ইংরেজি ভাষায় দেওয়া রায় বাংলা ভাষায় অনুবাদের এই প্রযুক্তিগত সহযোগিতা এদেশের বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়া নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

Link copied!