ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে সিইসি যা বললেন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২১, ০২:১৫ এএম

ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে সিইসি যা বললেন

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও খুনের দায় কোনোভাবে নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার নরসিংদীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি ঘটে। এ প্রসঙ্গটি  টেনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না, বাস্তবতা হলো এটা।”

সিইসি বলেন, “ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।“

বৃহস্পতিবারের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ার আশা প্রকাশ করে কে এম নুরুল হুদা জানান, নির্বাচনী সহিংসতা দমন করতে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘অধিকাংশ সহিংসতা ঘটে পূর্বশত্রুতা বা স্থানীয় দ্বন্দ্বের কারণে। এসব দমনে প্রার্থী ও সমর্থকদের আন্তরিক হতে হবে। এরপরও যদি কোনো অঘটন ঘটে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হুমায়ুন কবির। এসময় নির্বাচন কমিশনার কবিতা খানম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রথম ধাপে দেশের ৩৬৪ ইউপির ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোট রয়েছে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ১ হাজার ৩ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। ডিসেম্বরের মধ্যে বাকি নির্বাচন উপযোগী ইউপির ভোট করার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৩১০ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ হাজার ৭৪৭ জন।

এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন নির্বাচিত হয়েছেন। ২০টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং অন্যগুলোতে  প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে।

Link copied!