ইউপি নির্বাচনের পঞ্চম ধাপ: সহিসংতায় নারীসহ ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২২, ০৪:৩৬ এএম

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপ: সহিসংতায় নারীসহ ১০ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ চলাকালে দেশের চট্টগ্রাম, ভোলা, ফেনী, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনি অনিয়ম, সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়েছেন।

এছাড়া বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করাসহ দায়িত্বরত কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ পর্যন্ত নির্বাচনি সহিংসতায় ১০ জন নিহত হয়েছেন।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় সালমা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরের দিকে সালমা খাতুন ভোট দিতে গেলে ৫ নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় ওই নারী হার্ট অ্যাটাক করার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, আনোয়ারার চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্র দখলের সময় দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা শুরু হলে ওমকার দত্ত নামে এক ভোটার গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

বগুড়া

বগুড়ার গাবতলীতে ভোট কেন্দ্রে নৌকা মার্কার কর্মী সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংর্ঘষে গুলিতে প্রার্থীর নারী এজেন্টসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুযারী) গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাই হাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী মেম্বার প্রার্থী কুলসুম বেগম (৪৫), একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও মৃত ইফাত উল্লাহ ছেলে আব্দুর রশিদ (৬০)। অপরদিকে খোরশেদ আলম (৭০) নামে আরেকজন গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না করা নিয়ে ব্যাপক ভাঙচুর করেছে নৌকা মার্কার কর্মী সমর্থকরা। বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটে।

গাইবান্ধা

এই জেলার  সাঘাটা উপজেলার জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের বাইরে আবু তাহের (৪০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত আবু তাহের জুমারবাড়ী ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে টিউবওয়েল মার্কার সদস্য প্রার্থীর সমর্থক আবু তাহের অন্য সদস্য প্রার্থী রাসেল আহমেদের (ফ্যান) কর্মীদের হমলার শিকার হন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় পোচ দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

চাঁদপুর

বুধবার বিকেল সাড়ে ৩ টায়  জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে ১জন মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় থানা পুলিশ।

একই জেলার  কচুয়া উপজেলার সাচার এলাকায় দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের সময় চুরিকাঘাতে শরীফ হোসেন নামে এক যুবক মারা গেছেন। তিনি হাতিরবন্ধ গ্রামের শহীদ উল্লাহর ছেলে শরীফ হোসেন।

ঝিনাইদহ

জেলার শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় অখিল সরকার (৫৫) নামে একজন মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে শৈলকুপা থানা পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে, নির্বাচন কমিশন সূত্র জানায়, পঞ্চম ধাপে নির্বাচনে বুধবার ভোটে তিন পদে মোট ৩৬ হাজার ৪৫৭ প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করেছেন। এই ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত আসনে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ধাপে ১৯৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৪৮ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন ও ১১২ প্রার্থী সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক (যুগ্মসচিব) এস এম আসাদুজ্জামান বলেন, এই ধাপে সাত হাজার ১৩৭টি ভোটকেন্দ্রের ৩৯ হাজার ৩৯১টি ভোটকেন্দ্রে এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ লাখ ৬০ হাজার ১৪০ জন, নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন ও ২১ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন এ পর্যন্ত সাত ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে।  তার মধ্যে বুধবারসহ পঞ্চম ধাপের ভোটগ্রহণ  শেষ হলো।

Link copied!