ঈদযাত্রায় শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩১

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ০৩:৫২ পিএম

ঈদযাত্রায় শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩১

এবারের ঈদযাত্রায় পথে ভোগান্তি কম ছিলো। তবে দুর্ঘটনা হয়েছে দেশের বিভিন্ন সড়কে। কোথাও যাত্রীবাহী বাসে দুর্ঘটনা, আবারও কোথায় অন্য যানবাহনে। তবে এবার দেশের অনেক এলাকা থেকেই মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ঈদ উপলক্ষে গত পাঁচ দিনে  সড়কে প্রাণ গেছে অন্তত ৬৫ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

গত পাঁচ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৪৮ শতাংশই ছিলেন হয় মোটরসাইকেলের চালক, নয়তো আরোহী। মোটরসাইকেলের এসব দুর্ঘটনা বেশি ঘটেছে টাঙ্গাইল, পঞ্চগড়, ময়মনসিংহ, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুরসহ দেশের আরও কয়েকটি জেলায়। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার জন্য মূলত অভিভাবকদের অসচেতনতা, স্কুল-কলেজেপড়ুয়া শিশু-কিশোরদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়াটাই দায়ী। সড়ক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মোটরসাইকেলচালককে অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হতে হবে। সেখানে সন্তানের আবদার মেটাতে অভিভাবকেরা কম বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিচ্ছেন। এটা খুবই দুঃখজনক।

ঈদযাত্রার চেয়ে এবার ঈদে বেড়াতে বেরিয়ে সড়কে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঈদের পরের দিন—বুধবার। ওই দিন দুর্ঘটনায় সারা দেশে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই উঠতি বয়সী কিশোর ও তরুণ। আর গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 
 
Link copied!