ঈদে ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের আশংকা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৯, ২০২২, ০২:১৬ এএম

ঈদে ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের আশংকা

ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হতে পারে বলে আশংকা করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানিয়ে বলেছেন, পরিবহণ মালিকদের এ নৈরাজ্য বন্ধে সরকারকে সচেষ্ট হতে হবে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে “ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানী বন্ধের দাবী”তে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। 

তিনি বলেন, ঈদে গণপরিবহন সংকটকে কাজে লাগিয়ে একশ্রেনির অতিলোভী অসাধু মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে। কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পৃষ্টপোষকতার কারণে সরকার নানাভাবে চেষ্টা করেও এহেন ভাড়া নৈরাজ্য বন্ধ করতে পারছে না। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ, গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক, সংগঠনের সহ-সভাপতি তাওহিদুল হক লিটন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।

Link copied!