এবার জামালপুর স্টেশনে চার শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২২, ০৯:৪১ পিএম

এবার জামালপুর স্টেশনে চার শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে ছয় দফা দাবি নিয়ে এবার জামালপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন চার শিক্ষার্থী। আজ সোমবার সকাল ১০টায় তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ৭ জুলাই থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি। তাঁর সঙ্গে সংহতি জানিয়ে চার শিক্ষার্থী আজ জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞানের (ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, ইসলামপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বোস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সীমান্ত ও ঢাকার খিলগাঁও মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল্লাহ ভূঁইয়া। তাঁদের চারজনের বাড়ি জামালপুরে।

তাদের ছয় দফা দাবি হলো—১. টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনা তদন্ত করে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, ২. যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করা, ৩. অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ৪. যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রনয়ণ করা, ৫. ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ৬. ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

Link copied!