এমপি একরামুলকে আ’লীগ থেকে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২২, ০২:৩১ এএম

এমপি একরামুলকে আ’লীগ থেকে বহিষ্কারের সুপারিশ

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

তিনি বলেন, “এরই মধ্যে এমপি একরামুল করিম চৌধুরী নোয়াখালী পৌরসভাসহ কবিরহাট ও সুবর্ণচরের ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট প্রার্থনা ও টাকা দিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থানের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই আজকের বৈঠকে তাকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে জেলা কমিটি।”

শিহাব উদ্দিন আরও বলেন, “যারা এ পর্যন্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন বা সমর্থন দিয়েছেন এ ধরনের পদবীধারী নেতাদের অব্যাহতি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।”

সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের নেতৃত্বে কমিটির ৮০ ভাগ সদস্য উপস্থিত ছিলেন বলে যোগ করেন শিহাব উদ্দিন শাহীন।

Link copied!