দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই বলে দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, “অনেকেই খুশি হবেন যে আজিজের স্যাংশন এসেছে। আমি মনে করি যে, ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। আমরা সবসময় এরকম বিভ্রান্ত হচ্ছি। র্যাবের বিরুদ্ধে হয়েছে, পুলিশের ৯ কর্মকর্তা র্যাবে ছিলেন, তাদের বিরুদ্ধেও স্যাংশন হয়েছিল। এতে করে কি তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার) সেই ভয়ংকর যাত্রা বন্ধ হয়েছে? হয়নি।”
আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মঙ্গলবার (২১ মে) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, “নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই এদেরকে পরাজিত করতে হবে। আমার নিজেদের ঘর যদি সামলাতে না পারি, অন্য কেউ ঘর সামলে দেবে না।”
এর আগে গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন।