এলপিজির দাম নির্ধারণে গণশুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৭:৪৩ পিএম

এলপিজির দাম নির্ধারণে গণশুনানি শুরু

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম নির্ধারনে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সকাল ১১টায় শুনানির আয়োজন করেছে বিইআরসি। 

একদিনে আলোচনা শেষ না হলে তাহলে আগামী ১৭ এবং ১৮ জানুয়ারিও রাখা হয়েছে শুনানির তারিখ। এতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ ইত্যাদি বিষয়ে শুনানি করা হবে।

এর আগে দু’বার এই শুনানির তারিখ ঘোষণা করা হলেও তা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে গত ১২ জানুয়ারি প্রথমবারের মতো এলপিজি নিয়ে গণশুনানি করে কমিশন। এরপর ১২ এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। এরপর প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি। কিন্তু এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ ইত্যাদির দর বিষয়ে একমত না হওয়ার কারণে ব্যবসায়ীরা এই দাম মানছিল না। তাই বাজারেও এই দামে এলপিজি বিক্রি হচ্ছিল না।

Link copied!