করোনার টিকাসহ গ্রেপ্তার ক্লিনিক মালিক ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২১, ১১:১১ পিএম

করোনার টিকাসহ গ্রেপ্তার ক্লিনিক মালিক ২ দিনের রিমান্ডে

রাজধানীর দক্ষিণখানে করোনাভাইরাস প্রতিরোধক মডার্নার ভ্যাকসিনসহ ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার আসামি বিজয় কৃষ্ণ তালুকদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল আজিজ। অপরাদিকে, আসামির আইনজীবী মোহাম্মদ মিলন হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজাদ রহমান রিমান্ড মঞ্জুর ও জামিনের বিরোধিতা করে শুনানি করেন।পরে শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড আদেশ দেন।

রাজধানীর দক্ষিণখানের একটি ফার্মেসি থেকে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করেছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় বিজয় কৃষ্ণ তালুকদার আটক করে পুলিশ। ওই সময় অভিযান চালিয়ে করোনাভাইরাসের মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের করে পুলিশ। ওই ঘটনায় দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে।

পুলিশের দাবি, দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের এই ক্লিনিক থেকে চড়া দামে অবৈধভাবে বিক্রি করা হতো করোনার ভ্যাকসিন।

গত ১৯ আগস্ট সকালের দিকে দক্ষিণখান থানার পরিদর্শক আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানান, বিজয় কৃষ্ণ তালুকদার ৫০০ টাকার বিনিময়ে বেশ কয়েকজনকে এক ডোজ করে টিকা দিচ্ছিলেন।  

Link copied!