করোনায় দেশে ফের বাড়তে শুরু করেছে মৃত্যু ও শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

মে ৯, ২০২১, ১০:৪৫ পিএম

করোনায় দেশে ফের বাড়তে শুরু করেছে মৃত্যু ও শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ও মৃত্যু সংখ্যা আবারও বেড়েছে।রবিবার (৯ মে) করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সংখ্যার মধ্য দিয়ে দেশে এ পর্যন্ত ১১ হাজার ৯৩৪ জন মারা গেলেন।

রবিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৮৬ জন। আর এই সংখ্যার  মধ্য দিয়ে দেশটিতে মোট ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে  শনাক্ত হলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে নতুন করে ৩ হাজার ৩২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন।

এদিকে, এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার (৯ মে) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (বাংলাদেশ সময়) মোট ৩২ লাখ ৯৮ হাজার ২০০ জন মারা গেছেন।

 

একই সময় পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০৬ জন। অন্যদিকে, একই সময়ে সারাবিশ্বে মোট সুস্থ হয়েছেন ১৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ৪৮১ জন।

Link copied!