লখনৌ সুপার জায়ান্টস টার্গেট খারাপ দেয়নি। ৪ উইকেটে তারা ১৬৫ করেছিল। জবাবে সানরাইজার্স হায়দরাবাদ ৯.৪ ওভারে জয় তুলে নেয় বিনা উইকেটে। ৪৫ মিনিটেই খেলা শেষ!
অভিষেক শর্মা ২৮ বলে ৭৫ ও হেড ৩০ বলে ৮৯ রান করে অপরাজিত ছিলেন। ট্রাভিস হেড ৮টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। অপর দিকে অভিষেক ৬টি ছয়ের পাশাপাশি হাঁকিয়েছেন ৮টি চার।
এই জয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এলো হায়দরাবাদ। ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে লখনৌ।