শেখ হাসিনা নিতে চাননি! ভারতেও আত্মগোপনে কাদের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:৫৩ পিএম

শেখ হাসিনা নিতে চাননি! ভারতেও আত্মগোপনে কাদের

দিন যতোই যাচ্ছে, ততোই রহস্য বাড়ছে ওবায়দুল কাদেরকে নিয়ে। তাকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান; এরপর মৃত্যুর গুজব এবং সবশেষ জানা গেলো ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের। 

কিন্তু কীভাবে তিনি ভারতে গেলেন?- তা ঘাটতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যাচ্ছে, শেখ হাসিনার পতনের পর, তিনমাসেরও বেশি সময় ওবায়দুল কাদের দেশের ভেতরেই ছিলেন। গত ৮ নভেম্বর তিনি ভারতে পৌঁছেছেন বলে গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস তিনি কোথায় ছিলেন, তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। কিছু তথ্য অনুযায়ী, তিনি এক বিশেষ স্থানে ছিলেন। যেখানে তার চিকিৎসা ও যত্ন নেয়া হচ্ছিল। 

পরবর্তীতে সবুজ সংকেত পেয়ে সড়কপথে মেঘালয়ের শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান। তবে ওবায়দুল কাদের দিল্লিতে যাননি। অবস্থান করছেন কলকাতাতেই।

এদিকে, কাদের জন্য কিছু কিছু লোক ভারত সরকারের কাছে লবি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং নীরব ছিলেন।

সম্প্রতি, কাদেরের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তার হোয়াটসঅ্যাপও অচল হয়ে পড়ে। তবে তিনি কলকাতাতেই আত্মগোপন করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

ভারতের অবস্থান করছেন, আওয়ামী লীগের এমন কিছু নেতাও ওবায়দুল কাদেরের অবস্থান জানার চেষ্টা করছেন। তারা অভিযোগ করেছেন, সরকারের পতনের জন্য দায়ী হলেন কাদের। কাদেরের দেখা পেলে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতারা ক্ষোভ ঝাড়তে পারেন বলে সূত্রে জানা গেছে। 

গত ৯ নভেম্বর চট্টগ্রামের হালিশহরের আগ্রাবাদ অ্যাক্সেস রোডের এ আর টাওয়ারে একটি বাড়িতে ওবায়দুল কাদের অবস্থান করছেন- এমন সন্দেহে সেখানে অভিযান চালায় পুলিশ। 

আরও পড়ুন: জাতীয় নির্বাচন হবে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

তবে তাকে না পেয়ে পুলিশ তার স্ত্রীর বড় ভাই, নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ১০ নভেম্বর সকালে বাবুকে ছেড়ে দেয়া হয়। 

এদিকে কাদের কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন- তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে আইজিপিকে ব্যাখ্যা দিতে হবে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত তিন মাস দেশে ছিলেন ওবায়দুল কাদের। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তাকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Link copied!