ভারতের বিপক্ষে আবার ট্রভিস হেড সেঞ্চুুরি করেছেন। ব্রিসবেনে রবিবার (১৫ ডিসেম্বল) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি সেঞ্চুরি করেন। আগের টেস্টেও সেঞ্চুরি ছিল তার।
হেড ১৫২ রানে আউট হন। এছাড়া স্টিভেন স্মিথ ১০১ করেছেন। ভারত ৩৪৩ রান করেছে এই রিপোর্ট লেখার সময় ৬ উইকেটে।
৫ টেস্টের সিরিজ। ১-১ সমতায় রয়েছে আপাতত।