থাইল্যান্ড ভ্রমণে সহজ পথ: বাংলাদেশীদের জন্য চালু হচ্ছে ই-ভিসা সেবা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৩:৫৯ পিএম

থাইল্যান্ড ভ্রমণে সহজ পথ: বাংলাদেশীদের জন্য চালু হচ্ছে  ই-ভিসা সেবা

থাইল্যান্ড বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে। সাধারণ পাসপোর্টধারীরা ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে এই সেবা পাবেন, যদিও সরকারি পাসপোর্টধারীদের জন্য এটি ২০২৪ সালের ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ই-ভিসার জন্য আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে অনুমোদিত ভিসা পাঠানো হবে, যা প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করা যাবে।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইট ব্যবহার করে দূতাবাসের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার পর, প্রণীত সিস্টেমে "পেমেন্ট ইনফো সামারি" অপশনে গিয়ে তথ্য যাচাই করতে হবে।

এছাড়া, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হবে।

ই-ভিসা চালুর ফলে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য থাইল্যান্ডে যাত্রা আরও সহজ ও সুবিধাজনক হবে।

 

Link copied!