সাকিব ও মোস্তাফিজকে নিয়ে কি বিশ্বকাপের দল দিল বিসিবি!

স্পোর্টস ডেস্ক

মে ৮, ২০২৪, ০৩:৫৮ পিএম

সাকিব ও মোস্তাফিজকে নিয়ে কি বিশ্বকাপের দল দিল বিসিবি!

চট্টগ্রামে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর ২টি ম্যাচ বাকি রয়েছে। আর দুটিই ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে। এই দু ম্যাচের জন্য দল দিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার ফিরেছেন। 

১০ ও ১২ মে মিরপুরে টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। সৌম্য সরকার চোট থেকে সেরে রিহ্যাবে ছিলেন। সাকিব প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছেন। 

মোস্তাফিজ চেন্নাই থেকে ফিরে বিশ্রাম নিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপ জুনে। আর সে আসরের জন্য ১৩ মে দল দেবে বিসিবি।  

অবশ্য ধারণা করাই যায় আর কোনো অপশন বেঁচে না থাকায় এই জিম্বাবুয়ে সিরিজের এই দলটিই মূলত বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল। 

পারভেজ ইমন ও আফিফ প্ল্যানেই নাই। এটাই পারফ্যাক্ট স্কোয়াড বাংলাদেশের জন্য। 

জিম্বাবুয়ের জন্য শেষ ২ ম্যাচের টি টোয়েন্টির জন্য স্কোয়াড : শান্ত (অধিনায়ক), লিটন, তানজিদ, সাকিব, তাওহিদ, মাহমুদউল্লাহ, জাকের, মাহেদী, রিশাদ, তাসকিন, মোস্তাফিজ, তানজিম সাকিব, সৌম্য , তানভির, সাইফউদ্দিন।  

Link copied!