কারাগারে থেকেই জনগণের ভাগ্য উন্নয়নের রূপকল্প তৈরি করেছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৩, ০৬:২২ পিএম

কারাগারে থেকেই জনগণের ভাগ্য উন্নয়নের রূপকল্প তৈরি করেছি: প্রধানমন্ত্রী

ছবি: বিটিভি

২০০৭ সালের ১৬ জুলাই ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করে দীর্ঘ ১১ মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয়।

এই কারগারে থেকেই আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার রূপকল্প তৈরি করেছেন।

রবিবার(১৬ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন তথ্য জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, “আমাকে যখন বন্দিখানায় নেয়ে যাওয়া হয়, তখন আমি সময়টা হেলায় নষ্ট না করে সেখানে বসে দেশের ভাগ্য উন্নয়নের চিন্তা করেছি। সেজন্য শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার জন্য কীভাবে কাজ করা যায়, তার জন্য রূপকল্প তৈরি করেছি। দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তার চিন্তা সবসময় আমার মাথায় ঘুরপাক খেত। আর সেই রূপকল্পই আজ ভিশন-২০২১ বাস্তবায়ন হয়েছে।”

নির্বাচন না করার শর্তে তাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল-উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “আমাকে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। শর্ত ছিল আমি নির্বাচন করতে পারব না। আমি বলেছি একটা এসি রুম আর এসি গাড়ি, এসবের আমার প্রয়োজন নেই। কারণ আমার বাবা এ দেশের মন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন। আমিও এ দেশের প্রধানমন্ত্রী ছিলাম। সুতরাং আমার মধ্যে নিজের ভগ্য উন্নয়নের কোনো লোভ নেই। আমি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।”

জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকার চায়নি এদেশের মানুষ শিক্ষিত হোক। একারণে শিক্ষাখাতে নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রকল্পগুলো বিএনপি-জামায়াত জোট সরকার বন্ধ করে দেয়।”

শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর রাখার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ২০০৮ সালের আগে বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানী ও বোমাবাজি ছিল। বর্তমানে সেই পরিস্থিতি আজ আর নেই। আওয়ামী লীগ সুস্থ পরিবেশ ফিরিয়ে এনেছে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষ চাহিদা-সম্পন্ন ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভঅপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

Link copied!