কাল থেকে সিনোর্ফামার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২১, ০৩:২৯ এএম

কাল থেকে সিনোর্ফামার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু

আগামীকাল থেকে দেশে সিনোর্ফামার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু করা হবে। শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচি পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

শামসুল হক জানিয়েছেন, দেশের প্রতিটি জেলার একটি কেন্দ্রে চীনের সিনোর্ফামের টিকা দেওয়ার মাধ্যমে শনিবার দ্বিতীয় পর্যায়ের টিকাদান শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকার পরিমান পর্যাপ্ত না থাকায় আপাতত সর্বসাধারণকে এই টিকা দেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে নির্ধারিত কেন্দ্রে যারা রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনও টিকা পাননি তাদেরকেই এই টিকা দেওয়া হবে। তবে, মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন তারাই অগ্রাধীকার ভিত্তিতে এই টিকা পাবেন। অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রোগীদের সেবাকাজে অংশগ্রহণ করছেন তারাই এই টিকা পাবেন। শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে প্রতিষ্ঠানের পরিচয় পত্রের তথ্য লিপিবদ্ধ করে ভ্যাকসিন নিতে পারবেন। তবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের আগে, সুরক্ষা ওয়েব পোর্টাল অ্যাপে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করতে হবে।’

তিনি বলেন, ‘এছাড়াও পুলিশ সদস্য যারা আগে ভ্যাকসিন নেননি, অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মী যাদের বিএমইটি নিবন্ধন কিংবা কার্ড আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী, বিডা’র আওতাধীন ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সরকারি প্রকল্পে (পদ্মাসেতু প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎ কেন্দ্র) সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পরিচ্ছন্নতাকর্মী, সারাদেশে কোভিড-১৯ মৃতদেহ সৎকারে নিয়োজিত ওয়ার্ড-পৌরসভার কর্মী এবং বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা পাবেন সিনফার্মের এই টিকা।’

ডা. শামসুল হক বলেন, তবে অন্যকোনও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থাকলে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। নিবন্ধন ছাড়া কেউ ভ্যাকসিন গ্রহণ করতে পারবে না। এছাড়া অন্যকোনও দেশ থেকে প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করে বাংলাদেশে আসলে দ্বিতীয় ডোজ হিসেবে এ ভ্যাকসিন দেওয়া যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানান, রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকা দেওয়া হবে। এসব হাসপাতালে একটি করে টিকা কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে।

 

Link copied!