কুমিল্লা মহানগর বিএনপি: আহ্বায়কসহ ৩০ নেতার পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২২, ০২:১৬ পিএম

কুমিল্লা মহানগর বিএনপি: আহ্বায়কসহ ৩০ নেতার পদত্যাগ

সিটি করপোরেশন প্রতিষ্ঠার এক দশক পর প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল গতকাল। নতুন কমিটিতে আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় সন্ধ্যায় ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে রাতে গণপদত্যাগ করেছেন নেতৃবৃন্দ। ডেইলি স্টারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নতুন কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান আমির উদবাতুল বারি আবু সোমবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা মহানগরীর বাদুরতলায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন।

মহানগর বিএনপি সূত্র জানায়, সন্ধ্যায় ঘোষিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান আমির, যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ছুটিসহ অন্তত ৩০ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এর আগে সন্ধ্যা ৭টায় কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে আমিরুজামান আমিরকে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর প্রায় ১১ বছর অতিবাহিত হচ্ছে বিএনপি কুমিল্লা মহানগর কমিটি করেনি। সোমবার সন্ধ্যায় ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে একজন আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব ও ২৮ জনকে সদস্য রাখা হয়েছে।

Link copied!