কৃষকের ছদ্মবেশে ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৩:০৮ এএম

কৃষকের ছদ্মবেশে ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১৪ বছরের কারাদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মিজানুর রহমান সরদারের (৩৫) বাড়ি একই ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামে।

সদরপুর থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মিজানুর রহমানের বিরুদ্ধে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরণ মামলা হয়। বোনকে অপহরণের অভিযোগে মামলাটি করেন জেলার কানাইপুর এলাকার মো. হাসান নামে এক ব্যক্তি। মামলার পর থেকেই পলাতক ছিলেন মিজানুর। আদালতে আসামি অনুপস্থিত থাকায় তাঁর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা হয়। পরে তাঁকে গ্রেপ্তারে সমন জারি করেন আদালত। এরপর থেকেই মিজানুরকে গ্রেপ্তার করতে একাধিক অভিযান চালায় সদরপুর থানা–পুলিশ।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, পরোয়ানপত্র পাওয়ার পর থেকেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়। এ জন্য পুলিশ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তাঁর ইউনিয়নে অবস্থান করে। পরে কৃষক বেশে আসামি ধরতে সক্ষম হন থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব। আসামি মিজানুর রহমান সরদারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসামি গ্রেপ্তারের বর্ণনা দিয়ে সদরপুর থানার এসআই আহসান হাবিব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কৃষকের ছদ্মবেশে কনস্টেবল রিপন মুন্সীকে নিয়ে আমি অভিযান পরিচালনা করি। আমাদের পরনে ছিল লুঙ্গি, জামা ও মাথায় ছিল গামছা বাঁধা। আমরা জানতে পেরেছিলাম, জরিপের ডাঙ্গী গ্রাম থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে জয় বাংলা বাজারে একটি চায়ের দোকানে চা পানের জন্য অপেক্ষা করছেন মিজানুর রহমান। মিজান একটি ইজিবাইক কিনে তাঁর ভাগনেকে দিয়ে চালাতেন। ইজিবাইক ভাড়া নেওয়ার কথা বলে তাঁরা সঙ্গে কথা শুরু করি। আলোচনার একপর্যায়ে মামলার কথা জিজ্ঞেস করলে মিজান জানান, ওই মামলাটি খারিজ হয়ে গেছে। এরপর গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে দূরে অবস্থানকারী অন্য পুলিশ সদস্যদের সহায়তায় মিজানকে গ্রেপ্তার করি।’

Link copied!