কে এই আবু ত্ব-হা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২১, ০৪:৪৫ এএম

কে এই আবু ত্ব-হা

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের (৩১) প্রকৃত নাম মো. আফছানুল আদনান। তার বাড়ি রাজশাহী জেলায় হলেও আবু ত্ব-হা রংপুর জেলায় নানা বাড়িতে বড় হয়েছেন। তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা।  

ত্ব-হা রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। এরপর রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হন।

এই পড়াশোনার পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার কয়েকজন ওস্তাদের কাছ থেকে দ্বীনি বিষয়ে তালিম নিয়েছেন। পরে তিনি নিজেই ইসলামিক বইগুলো খুটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন।

২০১৮ সালে ‘আলোকিত জ্ঞানী প্রতিযোগিতা’য় প্রথম রানার আর্প হয়েছিলেন তিনি।

ছাত্রজীবন থেকেই আবু ত্ব-হা আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। তখন থেকেই নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করতেন। বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন তিনি।

নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল ইসলাম বিষয়ক আলোচনায় তিনি ক্রমেই আলোচিত হয়ে উঠেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত তার বক্তব্যে ঢাকা শহরকে ‘কেয়ামতের শহর’ হিসাবে উল্লেখ করেন। 

তার প্রথম স্ত্রী হাবিবা নূর, দেড় মাসের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে রংপুরের শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। পারিবারিক জীবনে আবু ত্ব-হা দুই সন্তানের জনক।

আবু ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুর আল ইদফান ইসলামি গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

ত্ব-হা আদনান রংপুরের সুরভী উদ্যানের বিপরীতে প্রজন্ম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা দেওয়া হতো ওই স্কুলে। করোনার কারণে স্কুলটি দেড় বছর ধরে বন্ধ।

এদিকে পুলিশের কাছে তথ্য রয়েছে, আদনান আহলে হাদিস মতাদর্শের অনুসারী।তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ও অনলাইনে ইসলাম ধর্ম নিয়ে নানা বিষয়ে বক্তব্য দিতেন। যা নিয়ে নানা বিতর্ক ছিল। তার চ্যানেলের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ।

Link copied!