কোটি কোটি ডলার কোথায় পেল, পাই পাই হিসেব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২২, ০৩:৪৯ এএম

কোটি কোটি ডলার কোথায় পেল, পাই পাই হিসেব দিতে হবে

দেশের উন্নয়ন যাতে না হয় এবং দেশে কোনো বিনিয়োগ যাতে না আসে তার জন্য যুক্তরাষ্ট্রে বিএনপির কোটি কোটি ডলার খরচে লবিষ্ট নিয়োগের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ওই অর্থের(খরচ) পাই পাই হিসেব দিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বিদেশে লবিস্টের পিছনে কোটি কোটি ডলার খরচ করেছে। বিএনপি এই বৈদেশিক মুদ্রা কোথা থেকে পেয়েছে। এই অর্থ কিভাবে গেল? কোথায় পেল? এই জবাব তাদের দিতে হবে। ব্যাখ্যাটা দিতে হবে।"

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)  এবং এর সাবেক ও বর্তমান বেশ কয়েকজনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয় নিয়েও সরকারপ্রধান কথা বলেন।

সংসদ নেতা বলে, “বিরোধী দল, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা আমাদের কিছু র‌্যাবের অফিসারদের ওপর স্যাংশন দিয়েছেন। হলি আর্টিজানে যখন সন্ত্রাসীরা আক্রমণ করে, হত্যা করে, সেই রেস্টুরেন্টে বসে তাকে দিয়ে রান্না করেও খেয়েছে। রোযার দিন ছিল। এরপর আমরা পদক্ষেপ নিই, কিভাবে উদ্ধার করা যায়।”

তিনি বলেন, “আমেরিকান অ্যাম্বাসাডর টুইট করেছিলেন, বাংলাদেশ একা এটার সমাধান করতে পারবে না। আর্মি, র‌্যাব, সবাইকে নিয়ে মিটিং করেছি সেহরি পর্যন্ত। পরদিন সকাল নয়টায় আমরা উদ্ধার করি।”

প্রধানমন্ত্রী বলেন, “প্রশ্ন হচ্ছে, যাদেরকে তারা স্যাংশন দিয়েছে, অধিকাংশ সন্ত্রাস দমনে ব্যাপক ভূমিকা রেখেছিল। তাদেরকে কেন স্যাংশন দিল? যারা দেশটাকে জঙ্গিবাদ থেকে রক্ষা করেছে তাদের ওপরই যেন আমেরিকার রাগ।”

সংসদ নেতার সমাপনী ভাষণে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সবাইকে টিকা নেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যারা ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নিবেন। কোনো অসুবিধা হবে না। ভ্যাকসিনের অভাব হবে না। তার জন্য আমরা আলাদা বাজেট রেখেছি। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ভ্যাকসিন নিলে কেউ মারা যাচ্ছে না। আমাদের বিরোধী দল তো কোনো উন্নতি দেখে না।”

Link copied!