ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২২, ০৩:৩২ পিএম

ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালে বাঙালিদের ওপর  চালানো গণহত্যার কারণে এখনও ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে এখনও ক্ষমা না চওয়ার ঘটনা দুঃখজনক বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

এর আগে, স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্র মন্ত্রী।এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পাকিস্তান এখনও ক্ষমা না চাইলেও সেখানের তরুণ প্রজন্ম এটা চাইতে পারেন। তবে গণহত্যার জন্য ক্ষমা না চাওয়া অগ্রহণযোগ্য।”

২৫ মার্চ গণহত্যাকে আমরা নিজের দেশে আগে স্বীকৃতি দিয়েছি উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, “জাতিসংঘে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। রুয়ান্ডা, আর্মেনিয়া, কম্বোডিয়াও আবেদন জানিয়েছিল। সে প্রেক্ষিতে ৯ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।”

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ভয়াবহ গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি৷ বাংলাদেশের পাওনা সম্পদও ফেরত দেয়নি ওই দেশটি৷ বরং অনেক বিষয়ে এখনও বাংলাদেশের বিরুদ্ধেই দেশটির অবস্থান৷ দেশে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শক্তিকে অনেকটা প্রকাশ্যেই মদত দিয়ে যাচ্ছে৷ পাকিস্তান ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়৷

Link copied!