খাস কামরায় বসে বিচারক শুনলেন তার বিচারিক ক্ষমতা নেই

আদালত প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২১, ০৭:০৯ পিএম

খাস কামরায় বসে বিচারক শুনলেন তার বিচারিক ক্ষমতা নেই

বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নেওয়ার নির্দেশনা দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের। আদালতে নিজের খাস কামরায় বসে তিনি তার বিচারিক ক্ষমতা প্রত্যাহারের আদেশ দেখতে পান।

রবিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে বিচারিক ক্ষমতা প্রত্যাহারের ঘোষণার আগেই আদালতে পৌঁছান বিচারক মোছা. কামরুন্নাহার। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়মানুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়। বিচারকাজ শুরুর আগেই নিজের খাস কামরায় বসে উচ্চ আদালতের নির্দেশনা পান বিচারক কামরুন্নাহার।

এ কারণে এজলাসে বসেননি বিচারক কামরুন্নাহার।

বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে ধর্ষণের পর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে মামলা না নেওয়ার ‘নির্দেশনা’ দেওয়া বিচারক মোছা. কামরুন্নাহারের। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত দিয়েছেন। রবিবার (১২ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিচারপতি কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থল থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে অদ্য ৯:৩০ ঘটিকায় আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

এর আগে, ওই বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক হিসেবে বনানীর রেইনট্রিতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে তিনি ওই ‘নির্দেশনা’ দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত রেইনট্রি ধর্ষণ মামলার রায়ে প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে খালাস দেন।

সেসময় রায়ের পর্যবেক্ষণে ধর্ষণের ঘটনায় ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে আলামত পাওয়া যায় না উল্লেখ করে রায়ের পর্যবেক্ষণে ৭২ ঘণ্টা পরে ধর্ষণের মামলা না নিতে পুলিশকে ‘পরামর্শ’ দেন এই বিচারক।

বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Link copied!