গ্রেপ্তার আতঙ্কে অর্ধশত মডেল অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৫, ২০২১, ০৩:৫৩ পিএম

গ্রেপ্তার আতঙ্কে অর্ধশত মডেল অভিনেত্রী

রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড চালাতো এমন অর্ধশত দেশি বিদেশি মডেল ও অভিনেত্রীর নাম ও পরিচয় পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পার্টির  নামে ওইসব মডেল অভিনেত্রীদের ধর্ণাঢ্য ব্যক্তিদের মনোরঞ্জন করতে ব্যবহার করা হতো।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও তার এক সহযোগী জিসানকে আটকের পর বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

রাজধানীর বারিধারার বাসা থেকে রবিবার (১ আগস্ট) দিবাগত রাতে মাদকদ্রব্যসহ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মোহাম্মদপুরের  একটি বাসা থেকে ইয়াবাসহ আরেক মডেল মৌ আক্তারকে গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদে অনেক ভয়ংকর তথ্য বেরিয়ে আসে। তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও নেশা জাতীয় দ্রব্য জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ‍সূত্র ধরেই মিশু ও তার এক সহযোগিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, কথিত মডেল ও টিভি কর্মীকে টাকার বিনিময়ে ব্যবহার করতেন মিশু। পার্টিতে অংশ নেওয়া অভিজাত শ্রেণির লোকদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হতো বিপুল অর্থও।

তিনি বলেন, রাজধানী ঢাকার গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন অঞ্চলে পার্টির নামে মাদক সেবনসহ অনেক অনৈতিক কর্মকাণ্ডের তথ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে মিশুকে ও সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) আটক করা হয়।

তিনি আরও জানান, মিশুকে গ্রেপ্তারের সময় ১টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গোলাবারুদ, ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি বিলাসবহুল ফেরারি মডেলের গাড়ি, সিসার সরঞ্জামাদি, ২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় জাল মুদ্রা ৪৯ হাজার ৫০০ রুপি উদ্ধার করা হয়।

Link copied!