চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২২, ১০:০৮ পিএম

চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামে গৃহবধূ রহিমা বেগম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

এই মামলায় আদালত আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী। মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বলেন, আসামি কামাল মিয়াজী ও মাহমুদা বেগম ওই তরুণীকে হত্যার জন্য আসামি আবুল বাশার ও জিয়াকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন। এর পরিপ্রেক্ষিতে আবুল বাশার ও জিয়া ২০১৩ সালের ২২ মে রাতে ওই তরুণীকে উপজেলার রসুলপুর গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরে থানার পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ধর্ষণ ও হত্যার দায়ে আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড, ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

Link copied!