জঙ্গিরা হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে: র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২২, ০৫:৪০ এএম

জঙ্গিরা হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে: র‌্যাব মহাপরিচালক

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলার পর গত ছয় বছরে জঙ্গিদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছি। এই মুহুর্তে জঙ্গিদের দেশে কোনো হামলা চালানোর সক্ষমতা নেই। গুলশান হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর পূর্তিতে নিহতদের স্মরণে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন র‍্যাবের ডিজি।

তিনি বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় তিন বাংলাদেশিসহ ২০ নাগরিক নিহত হন। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। ওই ঘটনায় দুইজন পুলিশ অফিসার জীবন উৎসর্গ করেছেন। পাশপাশি র‌্যাবের কর্নেল আজাদ সিলেটে জঙ্গি অভিযান চালাতে গিয়ে আত্মহুতি দিয়েছেন। র‌্যাব ডিজি বলেন, হামলার দিন আমরা ১২ ঘণ্টার মধ্যে ওই এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিই এবং অভিযান চালানোর মতো পরিবেশে সৃষ্টি করি। ওই হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি নেটওয়ার্কের লাইভ সম্প্রচার আমরা বন্ধ করি এবং তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে।

হামলার র‍্যাব তিন হাজারের মতো জঙ্গিকে গ্রেফতার করেছে। এর মধ্যে হলি আর্টিজান হামলার পর দেড় হাজার জঙ্গি গ্রেফতার হয়েছে। মূল পরিকল্পনাকারী সরোয়ার জাহান, বিস্ফোরক বিশেষজ্ঞ শরিফুল ইসলাম খালিদ, পরিকল্পনাকারী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ জঙ্গিবাদ দমনে সফল হয়েছে।

Link copied!