জি এম কাদেরের বিরুদ্ধে এবার রাঙ্গা’র মামলা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২২, ০৩:৫৪ এএম

জি এম কাদেরের বিরুদ্ধে এবার রাঙ্গা’র মামলা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) বিরুদ্ধে আরেকটি মামলা  দায়ের হয়েছে। জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গত ২৩ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি দায়ের করেন।

জি এম কাদের যেন দলীয় সিদ্ধান্ত নিতে না পারেন, সে নিষেধাজ্ঞা চেয়ে গত ২৩ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি করেন জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাঙ্গার আাইনজীবী মো. গোলাম মাসুদ করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে ভুল বুঝিয়ে নিজেকেই চেয়ারম্যান ঘোষণা করেন জি এম কাদের—এমন অভিযোগ রাঙ্গার।

এর আগে, গত ৪ অক্টোবর জি এম কাদের বিরুদ্ধে জাতীয় পার্টির উপদেষ্টা (দল থেকে বহিষ্কৃত) জিয়াউল হক মৃধা মামলা করেন। ওই মামলায় গত ৩১ অক্টোবর জি এম কাদেরকে দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গত ১৪ সেপ্টেম্বর  দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন।

জাতীয় পার্টির গত কাউন্সিলে মসিউর রহমান রাঙ্গা মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। কয়েক মাসের মাথায় তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন জিএম কাদের।

গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জাপার তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের এর চেয়ারম্যান পদ নিয়ে জাপায় বিভক্তি দেখা দিলে শক্তহাতেই ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন রাঙ্গা।

Link copied!