জিকিরের সময় ঢিল ছোড়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২২, ১১:১০ পিএম

জিকিরের সময় ঢিল ছোড়া নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

শরীয়তপুর জেলায় চন্দ্রপাড়া পীরের এক মুরিদ চিৎকার করে জিকির করার সময় তার ওপর ঢিল নিক্ষেপের ঘটনায় দুগ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাতে সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দড়িচর দাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

থানা ও স্থানীয়  সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার আগারিয়া ইউনিয়নের দড়িচর দাদপুর গ্রামের চন্দ্রপাড়া পীরের মুরিদ হালেম মাদবর প্রায়ই রাতে চিৎকার দিয়ে জিকির করেন। শুক্রবার রাতে জিকির করার সময় প্রতিবেশী নান্নু ও সিরাজুল ইসলাম মাদবরের ছেলেসহ বেশ কয়েকজন মিলে তার বাড়িতে ঢিল ছেড়ে। 

এঘটনায় গতকাল শনিবার রাতে প্রথমে নান্নু মাদবরের সঙ্গে হালেম মাদবরের কথা কাটাকাটি হয়। এর পর উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র রাম দা, ছেন দা, টেঁটা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের এমদাদ মাদবর (৫০), মালেক মাদবর (৬০), আব্দুল হক মাদবর (৪২), ফারুক মাদবর (৩০), বাবুল মাদবর (২৩), শাহ আলম মাদবর (৪০), ইমন  মাদবর (২০), রানী বেগম (৩০), রেবেকা বেগম(৩০), আনোয়ার মাদবর (৩০), লোকমান খান(৪০), বাবুল মাদবরের ডান হাতের আঙুল বিছিন্নসহ ২০ জন মারাত্মক আহত হন।

মামলার বাদী ও চন্দ্রপাড়া পীরের মুরিদ হালেম মাদবর গণমাধ্যমকে বলেন, “আমি প্রতিদিনের মতো জিকির করছিলাম। নান্নু মাদবরের ছেলেরা মিলে আমার ঘরে ঢিল ছোড়ে। আমি প্রতিবাদ করলে তারা আমাদের লোকজনের উপর হামলা করে। এরপর সংঘর্ষ বাধে।”

তবে হালেম মাদবরের অভিযোগ অস্বীকার করে নান্নু মাদবর গণমাধ্যমকে বলেন, “ডাক চিৎকার দিয়ে হালেম মাদবর জিকির করার কারণে কে বা কারা ঢিল ছুড়েছে। এ জন্য আমাদের মসজিদের ইমামসহ সবাইকে সে বকাবকি করেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়েছে।”

পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ মূলত জোরে জিকির করা নিয়েই দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায়  চন্দ্রপাড়া পীরের মুরিদ হালেম মাদবর বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলা দায়েয়ের পর আমরা একজনকে গ্রেপ্তার করেছি।”

Link copied!