জিয়াউর রহমানের কারণে আজ তার পরিবার ধুঁকছে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২১, ০২:২৭ এএম

জিয়াউর রহমানের কারণে আজ তার পরিবার ধুঁকছে: নৌ প্রতিমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কারণে আজকে তার পরিবার ধুকে ধুকে মরছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমানের হাজারো হত্যাকাণ্ড এবং খুনি লালন পালনের পরিণামে এটি হচ্ছে জানান তিনি। শোকাবহ আগস্ট উপলক্ষে শনিবার (২৮ আগস্ট) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রলীগ এর আয়োজন করে।

জিয়া পরিবার খুনিদের লালন পালনের পরিণাম ভুগছে মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, যে অপরাধীদের জিয়াউর রহমান বাঁচানোর চেষ্টা করেছেন, সে অপরাধেই জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়েছে। যে অপরাধকে বুকে ধারণ করে খালেদা জিয়া ঘাতকদের লালন পালন করেছিল, তার সন্তানরাও খুনিদের পক্ষাবলম্বন করেছিল, আজকে জিয়াউর রহমানের স্ত্রী কোথায়? এই অপরাধীদের লালন-পালন করতে গিয়ে নিজের অপরাধে কারাবরণ করতে হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হতে হয়েছে। তার এক সন্তান কারাদণ্ড মাথায় নিয়ে মাদকাসক্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আরেকজন অপরাধী হয়ে বিদেশে পলাতক জীবন-যাপন করছে। আজকে একটি অপরাধকে জায়েজ করতে গিয়ে জিয়াউর রহমান তার পরিবারকে অপরাধী খুনি বানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ মনে করে, স্বাধীনতা পরবর্তী এ নৃশংস হত্যাকাণ্ডকে পৃষ্ঠপোষকতা ও জায়েজ করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জিয়াউর রহমান হত্যা করেছে। জিয়াউর রহমান হত্যায় বিশ্বরেকর্ড করেছিল। সে হত্যার পরিণাম আজকে জিয়াউর রহমানের পরিবারকে ধুকে ধুকে মরতে হচ্ছে। এটাই হচ্ছে ইতিহাসের চরম শিক্ষা। সেটা আজকে জিয়ার পরিবার ভোগ করছে। তিনি বলেন, যারা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ করেছিল, স্বাধীনতার আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল, যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল; তারাই আজকে ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের শক্তিশালী অর্থনীতির কথা তুলে ধরে নৌ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। বাংলাদেশ আজ বিশ্বব্যাংক, আইএমএফ এর দিকে অর্থঋণের জন্য তাকিয়ে থাকেনা। বাংলাদেশ আজ নিজস্ব অর্থায়নে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মাসেতু, পায়রা বন্দর, মাতারবাড়ী বন্দর, মোংলা বন্দর, বে টার্মিনালের মতো প্রকল্প বাংলাদেশ বাস্তবায়ন করছে। বাংলাদেশকে ঋণ দেয়ার জন্য বিশ্বব্যাংক আমাদের পেছনে পেছনে ঘুরে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। পৃথিবীর বিস্ময়। করোনা মহামারীতেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি ভেঙ্গে পড়ে নাই।

বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহাগ বাবু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায় এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান।

এর আগে সকালে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স হস্তান্তর, খৈইলতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে অংশ নেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

Link copied!