জিয়ার মরণোত্তর বিচার করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:৪৬ এএম

জিয়ার মরণোত্তর বিচার করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের মাস্টারমাইন্ড বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। জিয়ার মরণোত্তর বিচার করা হবে বলেও তিনি জানান। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) কানাডা শাখা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রযাত্রাকে স্তব্দ করার অপপ্রয়াস চালায় মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামাকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা।

তিনি বলেন, যে মহান নেতা নিজের জীবন বাজি রেখে, মানুষের ন্যায় অধিকার আদায়ে আন্দোলন করতে দিয়ে বার বার কারাগারে গিয়েছেন। সেই মহান নেতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করবই।

বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অনুপ্রেরণা ছিলেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, তিনি বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার গ্লানি দূর করেছেন। একটি স্বকীয় জাতিসত্তার পরিচয় দিয়েছেন, একটি মানচিত্র, একটা পতাকা ও একটি পাসপোর্ট দিয়েছেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি সেই উন্নয়ন দেখতে পায় না।

প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও দুর্নীতির সঙ্গে জড়িত। জিয়াউর রহমানের দুই ছেলের দুর্নীতির তথ্য পাওয়া গেছে। তারা দেশ থেকে অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি গোলাম মাহমুদ মিয়ারে সভাপতিত্বে অন্যদের মধ্যে কানাডায় নিযুক্ত বাংলাদেশের  হাই কমিশনার ডা. খলিলুর রহমান।

Link copied!