জুরাইনে পুলিশকে মারধর: একদিনে গ্রেপ্তার ১৭

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২২, ০৮:০৯ পিএম

জুরাইনে পুলিশকে মারধর: একদিনে গ্রেপ্তার ১৭

ঢাকার জুরাইনে পুলিশের ওপর হামলা চালিয়ে তিনজন আহত করার ঘটনায় একদিনে ১৭ জনকে গ্রেপ্তার ‍করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ- কমিশনার আশরাফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “পুলিশের উপর মারধরের মামলায় সব মিলিয়ে এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

সোহাকুল ইসলাম বার্তা বিচিত্রা ডটকম নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রকাশক। তাঁর স্ত্রী ইয়াছিন জাহান ওই সংবাদমাধ্যমের ভারপ্রাপ্ত সম্পাদক। এদের মধ্যে সোহাকুল শিক্ষানবিশ আইনজীবী ও ইয়াসিন জাহান আইনজীবী। গতকাল মঙ্গলবার সকালে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে বের হন সোহাকুল।

তাঁর স্ত্রীর মাথায় হেলমেট না থাকায় জুরাইন সিগন্যালে তাঁদের আটকান ট্রাফিক পুলিশের সদস্যরা। দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে ইয়াছিন জাহান পুলিশের বিরুদ্ধে তাঁর গায়ে হাত তোলার অভিযোগ করেন। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে একজন ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় সোহাকুল ইসলাম, তাঁর স্ত্রী ইয়াছিন জাহানসহ তিনজনের নাম উল্লেখ করে শ্যামপুর থানায় মামলা করে পুলিশ।

Link copied!