ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ছেড়ে দিন, ব্যবসায়ীদের প্রতি আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৬, ২০২৩, ০৩:২৯ এএম

ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ছেড়ে দিন, ব্যবসায়ীদের প্রতি আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিস ঘোষিত ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো এখনই ছেড়ে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফায়ার সার্ভিসকে সরকার ঢেলে সাজাচ্ছে বলেও তিনি জানান। বুধবার বিকেলে পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস যেগুলোকে ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছে সেগুলো যেন ব্যবসায়ীরা ইমিডিয়েটলি পরিত্যাগ করেন। ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়াতে আমি আপনাদের (ব্যবসায়ীদের) অনুরোধ করব ফায়ার সার্ভিসের নির্দেশিকাগুলো মেনে চলবেন।”

ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার পরও বঙ্গবাজারের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হয়নি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, “সিটি করপোরেশন নতুন করে একটা ১০ তলা ভবনের জন্য ব্যবস্থা নিয়েছিল। টেন্ডারও করেছিল। আমাদের ব্যবসায়ীরা সময় চেয়েছিলেন। হাইকোর্ট থেকে তারা একটা স্টে অর্ডার নিয়ে এসেছিলেন।”

বঙ্গবাজার অগ্নিকাণ্ড তদন্তে দুটি কমিটি করা হয়েছে উল্রেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে। যাতে করে জানা যায়, কেন এই দুর্ঘটনা ঘটল এবং ভবিষ্যতে করণীয় কী সে বিষয়েও কমিটিগুলো আমাদের দিকনির্দেশনা দেবে।”

আগুণ নিয়ন্ত্রণে আনতে পানির ব্যবস্থাপনা পর্যাপ্ত নয়- ফায়ার সার্ভিসকর্মীদের এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসকে আমরা ঢেলে সাজাচ্ছি। কিন্তু তারা অসহায় হয়ে যায়, যখন পানির আধার থাকে না। ২০ বছর আগে এখানে অনেক পুকুর ছিল। আমরা নিজেদের প্রয়োজনে সব ভরে ইমারত করে ফেলেছি। সব সময় পানি সরবরাহ থাকার জন্য আমি মনে করি সিটি করপোরেশন ও রাজউক ব্যবস্থা নেবে।”

Link copied!