কাউকে টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৩, ১১:০৫ পিএম

কাউকে টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না: মির্জা আব্বাস

আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সঠিক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, সরকারের একজন বিএনপি নেতাদের নিয়ে কটাক্ষ করেছেন। আমি তাকে বলতে চাই, আপনি রাজনৈতিক পরিবারের সদস্য। বিএনপির কোনো নেতা ছোট নয়। বিএনপির এ নেতাকর্মীরাই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে।

বিএনপির কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জেলখানায় আর জায়গা নেই। রাজনৈতিক কর্মীদের বন্দী করে রাখা হয়েছে। দুজনের সেলের সাত–আটজন করে রাখা হচ্ছে। বিএনপি নেতাদের জেলে ভরে, মামলা দিয়ে, গুম–খুন করে ১৫ বছর ধরে ক্ষমতায় টিকে আছে এই সরকার।

গত ১০ ডিসেম্বরে গণসমাবেশের দুদিন আগে গ্রেপ্তার হন মির্জা আব্বাস। গ্রেপ্তার হওয়া নিয়ে আফসোস নেই উল্লেখ করে তিনি সমাবেশে বলেন, গণসমাবেশের প্রস্তুতি শেষ করে বাড়িতে ফিরে গ্রেপ্তার হই। আফসোস নেই, দুঃখ নেই। যখন শুনেছি গোলাপবাগে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। সমাবেশের জায়গা ঘোষণার আধা ঘণ্টার মধ্যে সমাবেশস্থল ভরে গেছে।

সরকারকে সাবধান করে দিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ১০ দফা দাবি মেনে নেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না।

Link copied!