ড্যাপ বাস্তবায়নে রাজউকের বোর্ডের সংস্কার চাইলেন অধ্যাপক ড. আকতার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৩:০৭ এএম

ড্যাপ বাস্তবায়নে রাজউকের বোর্ডের সংস্কার চাইলেন অধ্যাপক ড. আকতার মাহমুদ

বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ডে সংস্কার আনা দরকার বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিআইপি উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ।

শনিবার বিআইপি আয়োজিত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫’ এর পরিপূর্ণ বাস্তবায়নঃ ২০৪১ সাল নাগাদ উন্নত রাষ্ট্র গঠনের রোডম্যাপ বাস্তবায়নে বিআইপি’ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ।

এসময় রাজউকের বোর্ড সংস্কারের বিষয়ে তিনি বলেন, ড্যাপ বাস্তবায়নে রাজউকের বোর্ড সংস্কার করতে হবে। কারণ বোর্ডটি আমলা নির্ভর হয়ে পড়েছে। আমলারা দু’তিন বছর কাজ করেই রাজউক থেকে বদলি হয়ে যান। এতে রাজউকের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হয় না। কাজেই বোর্ডে সংস্কার করে পেশাজীবীদের সম্পৃক্ত করতে হবে। এছাড়াও এই বোর্ডে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে।

বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে পরিকল্পনা মাফিক উন্নয়ন কাজ করতে হবে। এছাড়াও  সরকারের যেকোন প্রতিষ্ঠানের প্রকল্প গ্রহণ, প্রণয়ন বাস্তবায়নের আগে ড্যাপের সামঞ্জস্যতা ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা উচিত বলে মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

সংবাদ সম্মেলনে বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন  প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান ড্যাপের মেয়াদকাল ২০১৬-২০৩৫ হলেও ২০২২ সালে এসে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নের সময়কাল কম সরকারি সকল প্রতিষ্ঠানে প্রতি বছর পর পর তথ্য হালনাগাদকরণের পাশাপাশি অবিলম্বে পরিকল্পনা বাস্তবায়ন জরুরি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে। সর্বোপরি, পরিকল্পনা বাস্তবায়নে রাজউকের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন তা বর্তমানে অনুপস্থিত। তাই ড্যাপের সঠিক বাস্তবায়নের জন্য রাজউকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।

বিআইপি’র যুগ্ম-সম্পাদক পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির সঞ্চালনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, নগর-পরিকল্পনাবিদ, এবং উপদেষ্টা পরিষদ সদস্য পরিকল্পনাবিদ শওকত আলী খান প্রমুখ।

Link copied!