ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২১, ০৫:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলো মেট্রোরেল

স্বপ্নের মেট্রোরেলের নির্মাণ কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত শেষ হয়েছে। মেট্রোরেল চলাচলের পিলারের কাজ উত্তরা থেকে কার্জন হল পর্যন্ত পৌঁছে গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে নির্মাণ সম্পন্ন হল। আগামী ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। মেট্রোরেলের নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এর আগে গত ১২ ডিসেম্বর উত্তরা থেকে রাজধানীর আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে মেট্রোরেল। এটি দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক চলাচল ছিল।

মেট্রোরেল প্রকল্পের (এমআরটি-৬) আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার রেলপথের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলের লক্ষ্য রয়েছে। সেজন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

Link copied!