ঢাকাকে বিচ্ছিন্ন করার হুমকি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২১, ০৯:৪২ পিএম

ঢাকাকে বিচ্ছিন্ন করার হুমকি ফখরুলের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় বুধবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি না দিলে, লাগাতার আন্দোলনে নামবে বিএনপি। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশেই খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার সুযোগ দেওয়া সম্ভব।”

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা আরও বলেন, “আমাদের সামনে একটাই পথ আন্দোলন-আন্দোলন আর আন্দোলন। আন্দোলনকে আরও তীব্রতর করে সামনে দিকে বেগবান করতে হবে।” আগামী ২৪ নভেম্বর দেশের সব জেলায় প্রতিবাদ কর্মসূচি ও জেলাপ্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সোমবার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন দলের নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশ স্থলে তিল ধারণের ঠাঁই থাকে না। পল্টন থেকে প্রেসক্লাবগামী সড়ক ছাড়িয়ে নেতাকর্মীরা অবস্থান নেন হাইকোর্ট মোড় পর্যন্ত।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Link copied!