ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১৯

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২১, ০৫:৩৭ পিএম

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘বাইক হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলায় আমানুল্লাহ আমানসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে গণমাধ্যমে এমনটাই দাবি করেছেন ঢাবি শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য নাহিদুজ্জামান শিপন।

ছাত্রদলের  নেতার্মীরা জানান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে আসলে মোটরসাইকেলে আসা একদল লোক হেলমেট পরা অবস্থায় আমাদের ওপর হামলা চালায়। এতে ঢাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ ১৯ জন আহত হয়েছেন। এ সময় তারা ছাত্রদলের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।

ঢাবি শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য নাহিদুজ্জামান শিপন দ্য রিপোর্টকে  বলেন, ‘আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় বিএনসিসির সামনে ছাত্রলীগের অন্তত ৫০-৬০ নেতাকর্মী বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা লাঠি, হকিস্টিক দিয়ে আমাদের নেতাকর্মীদের মারধর করে। এসময় অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি কাজী সাদ্দাম ও হাজী মুহাম্মদ মহসীন হলের সভাপতি ওমর ফারুক মামুনসহ বেশ কয়েকজনকে জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 

Link copied!