তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৩, ০৩:৩৮ এএম

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশের রাজনীতি ও অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।’

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ সাধারণ পাঠাগার চত্বরে স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এটা ইফতার মাহফিল নয়। এটা আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের নেতারা কীভাবে এ দেশের জনগণকে মুক্ত করবে, খালেদা জিয়াকে মুক্ত করবে, দেশ সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরিয়ে আনবে তার শপথ গ্রহণের অনুষ্ঠান। 

সরকার উন্নয়নের আড়ালে দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ সরকার দেশকে প্রতিদিন শোষণ করছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, প্রধানমন্ত্রী প্রায় বলেন, আমরা নাকি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি। কোনটা মিথ্যা? চালের দাম বৃদ্ধি পেয়েছে সেটা, ডালের দাম বৃদ্ধি পেয়েছে সেটা মিথ্যা?

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান প্রমুখ।

Link copied!