তালেবান সরকারের স্বীকৃতি: বাংলাদেশকে সতর্ক সিদ্ধান্ত নিতে হবে

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:৫৭ এএম

তালেবান সরকারের স্বীকৃতি: বাংলাদেশকে সতর্ক সিদ্ধান্ত নিতে হবে

আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান তালেবান সরকারের স্বীকৃতি প্রশ্নে বাংলাদেশকে সতর্ক পর্যবেক্ষণ ও সতর্ক সিদ্ধান্ত নিতে হবে। উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায় তালেবান সরকারকে কীভাবে গ্রহণ করবে এবং নতুন তালেবান সরকারে সুশাসন ও উদারতা প্রাধান্য পাবে কি না-এসব বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।

বুধবার ‘আফগানিস্তানে তালেবান সরকার: চ্যালেঞ্জ ও এর আঞ্চলিক প্রভাব–প্রতিক্রিয়া’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বেসরকারি সংগঠন ‘স্টাডি গ্রুপ অন রিজিওনাল অ্যাফেয়ার্স’আয়োজিত এই আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী ও মো. তৌহিদ হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী আমীর খসরুর সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, আফগানিস্তানের বিষয়টি চলমান বলে এখনই বিশ্লেষণাত্মক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনটি সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা ধর্মযুদ্ধ নয়, জাতীয়তাবাদী যুদ্ধ ছিল। দ্বিতীয়ত, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বাস্তবতায় ক্ষমতাধর বিশ্ব ঘটনাটিকে কীভাবে ব্যবহার করবে, আর নতুন তালেবান সরকারে সুশাসন ও উদারতা প্রাধান্য পাবে কি না। বাংলাদেশকে এ জন্য তালেবান সরকারকে স্বীকৃতি প্রশ্নে সতর্ক পর্যবেক্ষণ ও সতর্ক সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকতে হবে।

রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে বহু আগেই বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী বলেন, একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, সরকার নয়। এখন তালেবান সরকারকে স্বীকৃতি নয়, সম্পর্ক কী হবে, সেটা নিয়ে এখনই ভাবতে হবে এবং তালেবানের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করার মাধ্যমে নারীশিক্ষা, উন্নয়নসহ অন্যান্য ইস্যুতে তারা কতটা দায়িত্বশীল হবে, সেটা বুঝে নিতে হবে।

সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন এ প্রসঙ্গে বলেন, উগ্রবাদীদের কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে। তালেবান আগের মতাদর্শ ও কর্মপদ্ধতি থেকে কতটা সরে এসেছে, তা পর্যবেক্ষণ করতে হবে।

Link copied!